এবার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফোটো কেউ সেভ করে নিতে পারবে না - নতুন ফিচার
Today Bengali News : এতদিন আপনার ফোনের যেকোনো হোয়াটসঅ্যাপ [ WhatsApp] ইউজারের প্রোফাইল ছবি সেভ করে রাখা যেত, কিন্তু এবার থেকে সেটি পরিবর্তন হতে চলেছে। কারন, এবার থেকে কেউ হোয়াটসঅ্যাপের [ WhatsApp New Feature] প্রোফাইল ছবি সেভ করতে পারবে না।
এ'পর্যন্ত কোনো হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি শেয়ার করার সাথে সাথে 'সেভ টু গ্যালারি' অপশন থাকত, যার মাধ্যমে কোনো প্রোফাইল ছবি কে ফোনে সেভ করে রাখা যেত। কিন্তু হোয়াটসঅ্যাপ এবার সেই 'সেভ টু গ্যালারি ' অপসন কে সরিয়ে দিচ্ছে এবং শুধু মাত্র শেয়ার অপশন টাই থাকবে।
এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপ বেটা ভার্সানে এবং Whatsapp Bussiness for I Phone Version 2.19.60.5 তে চালু হয়েছে। এবং খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের মাধ্যমে সমস্ত হোয়াটসঅ্যাপে এই ফিচার যুক্ত করে দেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগেই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশর্ট বন্ধ করেছে।
আরও পড়ুন : ২০১৯ সালেই এই সব ফোন গুলি থেকে বন্ধ হয়ে যাবে হোয়াটঅ্যাপ
Today Bengali News : এতদিন আপনার ফোনের যেকোনো হোয়াটসঅ্যাপ [ WhatsApp] ইউজারের প্রোফাইল ছবি সেভ করে রাখা যেত, কিন্তু এবার থেকে সেটি পরিবর্তন হতে চলেছে। কারন, এবার থেকে কেউ হোয়াটসঅ্যাপের [ WhatsApp New Feature] প্রোফাইল ছবি সেভ করতে পারবে না।
এ'পর্যন্ত কোনো হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি শেয়ার করার সাথে সাথে 'সেভ টু গ্যালারি' অপশন থাকত, যার মাধ্যমে কোনো প্রোফাইল ছবি কে ফোনে সেভ করে রাখা যেত। কিন্তু হোয়াটসঅ্যাপ এবার সেই 'সেভ টু গ্যালারি ' অপসন কে সরিয়ে দিচ্ছে এবং শুধু মাত্র শেয়ার অপশন টাই থাকবে।
এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপ বেটা ভার্সানে এবং Whatsapp Bussiness for I Phone Version 2.19.60.5 তে চালু হয়েছে। এবং খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের মাধ্যমে সমস্ত হোয়াটসঅ্যাপে এই ফিচার যুক্ত করে দেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগেই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশর্ট বন্ধ করেছে।
আরও পড়ুন : ২০১৯ সালেই এই সব ফোন গুলি থেকে বন্ধ হয়ে যাবে হোয়াটঅ্যাপ
Comments
Post a Comment