কেন্দ্র সরকারে লক্ষাধিক চাকরীর ঘোষনা - Today Bengali News TBN : চাকরী প্রার্থীদের [ Job ] জন্যে খুশির খবর দিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে লক্ষাধিক শূন্যপদে নিয়োগ করতে চলেছে, স্টাফ সিলেকশন কমিশন [SSC Recruitment]। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক লিখিত বিবৃতিতে জানালেন, গত বছর মার্চ অধবি বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যা প্রায় সাত লক্ষ্যের মত। ইতি মধ্যে বেশ কিছু পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি জানান, ২০১৯-২০ সালে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এক লক্ষ পাঁচ হাজারের মত শূন্য পদে নিয়োগ হবে। প্রসঙ্গত, গ্রুপ এ, বি, সি সব মিলিয়ে এই নিয়োগ হবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি ২০১৯ সালেই প্রকাশ হয়ে গেছে এবং তার নিয়োগ প্রক্রিয়া ও চলছে। ২০২০ সালে আরও কিছু বিজ্ঞপ্তি আসতে চলেছে। বি:দ্র : পোস্ট টি উপরে বা নীচে শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
No. #1 Bengali Short News Portal