Skip to main content

Posts

Showing posts from April, 2020

১৫ এপ্রিল থেকে দেশ জুড়ে উঠে যাবে ডাউন : উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রীর দাবী

 ১৫ এপ্রিল থেকে দেশ জুড়ে উঠে যাবে ডাউন : উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রীর দাবী Today Bengali News : ১৫ এপ্রিল থেকে সারা দেশ জুড়ে চলা লক ডাউন উঠে যাচ্ছে বলে দাবি করেন উত্তর প্রদেদেশের মুখ্য মন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এক কনফারেন্সে দাবি করেন, ১৫ এপ্রিল থেকে লক ডাউন উঠে যাবে, তবে তারপর কোনো জমায়েত করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন। Corona Virus : Latest News Update Today  যদিও লক ডাউন ওঠা নিয়ে এখনও কোনো অফিসিয়াল নোটিস আসেনি কেন্দ্র সরকারের তরফ থেকে। সারা দেশ জুড়ে কোরোনা ভাইরাসের জন্যে ২১ দিনের লক ডাউন ঘোষনা করে ছিলেন প্রধান মন্ত্রী।  কিন্তু সম্প্রতি তিনি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী দের সাথে ভিডিও কনফারেন্সের সময় লক ডাউন প্রত্যাহার কারা ইঙ্গিত দিয়েছিলেন। তবে যেভাবে, প্রতিদিন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে সত্যিই কি লকডাউন উঠবে, এটিও ভবিষৎ বলবে। আমাদের মত : এই অবস্থায় ১৫ এপ্রিল লক ডাউন তুলে দিয়ে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাবে।