#বাংলার প্রথম শর্ট নিউজ ব্লগ নিউজ ডেস্ক : এবার অঙ্কের সমাধান এক নিমেষে। শুধু ছবি তুলেই অ্যাপলিকেশনে আপলোড করলেই মিলবে সাথে সাথে উত্তর। শুধু অঙ্কের সমাধান নয়, NCERT, JEE, IIT, NEET সমস্ত পরীক্ষার সলিউশন মিলবে একটি অ্যাপেই। সাথে থাকবে ভিডিও সলিউশন ও পিডিএফ মেটেরিয়ালস। অ্যাপটির নাম Doubtnut, যেটি প্লে স্টোরে ১০ মিলিয়নের উপর ইনস্টল করা হয়েছে। এমন কি যারা চাকুরী প্রার্থী তারাও পাবে ম্যাথস সহ বিভিন্ন বিষয়ের সলভ এক নিমেষে। ৬ লাখের বেশী ভিডিও সলিউশন আছে অ্যাপটির মধ্যে। Doubtnut App টি ইনস্টল করতে, আপনার ফোনের প্লে স্টোরে যান, সার্চ এ 'Doubtnut' লিখে সার্চ করুন এবং ইনস্টল করুন আপনার ফোনে।
No. #1 Bengali Short News Portal