WBPSC Interview: পিএসসির চাকরির ইন্টারভিউ প্রকাশ হল
WBPSC Interview: পিএসসির একটি চাকরির পরীক্ষার ইন্টারভিউ তারিখ এবং কল লেটার কবে থেকে ডাউনলোড করা যাবে সেটার তারিখ প্রকাশ করল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। গত ২৩শে ডিসেম্বর অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
WBPSC Interview: পিএসসির চাকরির ইন্টারভিউ প্রকাশ হল
অফিসিয়াল নোটিশ টি তে জানানো হয়েছে, আগামী ৮ ও ৯ জানুয়ারি অ্যাসিস্ট্যান্ট প্রফেসার অফ কেমিস্ট্রি ইন জেনারেল ডিগ্রী কলেজ পদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
WBPSC Interview: পিএসসির চাকরির ইন্টারভিউ প্রকাশ হল
পদের নাম : Assistant professor in Chemistry for general Degree College
বিজ্ঞপ্তি নং: 29[1(iii)]/2019
কল লেটার ডাউনলোড: 01/01/2024
ইন্টারভিউ তারিখ: 08 & 09/01/2024
যোগ্য প্রার্থীরা আগামী জানুয়ারি মাসের ২ তারিখ থেকে কলরেটেড ডাউনলোড করতে পারবেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে। এছাড়াও জানানো হয়েছে ইন্টারভিউ দিন অবশ্যই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এর অরিজিনাল সমস্ত সার্টিফিকেট ও সাথে দু কপি পাসপোর্ট সাইট ফটো অবশ্যই নিয়ে যেতে হবে।
নোটিস লিঙ্ক: ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিংক: www.wbpsc.gov.in