WB Teaching Jobs 2024: রাজ্যে প্রাইমারি ও H.S শিক্ষক নিয়োগ, আবেদন করুন
রাজ্যের একটি স্বনামধন্য বিদ্যালয় থেকে প্রাইমারি ও হাইস্কুল শিক্ষক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
অনেক প্রার্থীরাই শিক্ষক পদে আবেদন করার জন্য অপেক্ষায় থাকেন। তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি বিশেষ গুরুত্বপূর্ণ।
এখানে বিভিন্ন বিষয়ের উপর প্রাথমিক শিক্ষক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ করা হবে। বাঁকুড়া জেলার বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল (Vivekananda Siksha Niketan High School (H.S) এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল।
এই চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
রাজ্যে প্রাইমারি ও H.S শিক্ষক নিয়োগ ২০২৪
পদের নাম: প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক।
শিক্ষাগত যোগ্যতা:
১) প্রাথমিক শিক্ষক:
বিষয়: কলা ও বিজ্ঞান
প্রার্থীকে প্রশিক্ষিত স্নাতক উত্তীর্ণ হতে হবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে।
২) উচ্চ মাধ্যমিক শিক্ষক:
বিষয়: গণিত ও নিউট্রিশন
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখিত বিষয়ের পোস্ট গ্রাজুয়েশন এবং সেই সাথে বিএড পাস হতে হবে।
বয়স সীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।
আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীরা মোবাইল নং ও মেইল আইডি উল্লেখ করে নিজেদের বায়ো ডাটা ও অন্যান্য জরুরি নথিপত্রর প্রত্যায়িত নকল সহ বিদ্যালয়ের সেক্রেটারির কাছে আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ: ১২/০১/২০২৪
বিদ্যালয়ের ঠিকানা: Vivekananda Siksha Niketan High School (H.S) Saradanagar (Poabagan), Post- Bhagabandh, Dist- Bankura, West Bengal, PIN- 722146
ইমেইল আইডি: vsnhs1@gmail.com
[ বি: দ্র: এই নোটিসটি ০২/০২/২০২৪ আনন্দবাজার পত্রিকার দ্বিতীয় পেজে প্রকাশিত হয়েছে। ]
নোটিস লিঙ্ক: ক্লিক করুন