সুখবর! ভোটের আগেই, ৬৯১ জন চাকরী পাচ্ছেন, দেওয়া হবে নিয়োগপত্র
Admin - March 14, 2019 -
এডুকেসন, রাজ্যের নিউজ
সুখবর! ভোটের আগেই, ৬৯১ জন চাকরী পাচ্ছেন, দেওয়া হবে নিয়োগপত্র
টু'ডে বেঙ্গলি নিউজ : ভোটের দিন ঘোষনা হলেও, নিয়োগপত্র দেওয়ার ব্যাপার টি পুরোপুরি থামছে না । সচিবালয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্টান্ট পদের নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এবং একটি বিজ্ঞপ্তি প্রকাশ ও হয়েছে। সেখানে বলা আছে, যাদের নথিপত্র দেখা শেষ, তাদের ১৫ মার্চ নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে।
কৃষি প্রযুক্তি সহায়ক পদের নিয়োগর প্রক্রিয়া চলছে। ভোটের দিন ঘোষনার আগেই ১১৭ জন কে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এবং আরও ৬৯১ জন চাকরী প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তাদের কোন অফিসে চাকরী দেওয়া হবে, সেটি ও ঠিক করা হয়ে গেছে।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
প্রসঙ্গত লোয়ার ডিভিশন অ্যাসিস্টান্ট পদে এক হাজারের বেশী কিছু শূন্যপদে নিয়োগ হচ্ছে। এবং কৃষি দপ্তরে ৮১৮ পদের মধ্যে ৬৯১ জন কে নিয়োগ পত্র দিয়ে দেওয়া হবে ভোটের আগেই। কারন, নির্বাচনের আচরন বিধিতে লেখা আছে, কোনো নিয়োগ যদি ভোটের দিন ঘোষনার আগে শুরু হয়ে যায়, তাহলে সেটি বন্ধ রাখার দরকার নেই।
টু'ডে বেঙ্গলি নিউজ : ভোটের দিন ঘোষনা হলেও, নিয়োগপত্র দেওয়ার ব্যাপার টি পুরোপুরি থামছে না । সচিবালয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্টান্ট পদের নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এবং একটি বিজ্ঞপ্তি প্রকাশ ও হয়েছে। সেখানে বলা আছে, যাদের নথিপত্র দেখা শেষ, তাদের ১৫ মার্চ নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে।
কৃষি প্রযুক্তি সহায়ক পদের নিয়োগর প্রক্রিয়া চলছে। ভোটের দিন ঘোষনার আগেই ১১৭ জন কে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এবং আরও ৬৯১ জন চাকরী প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তাদের কোন অফিসে চাকরী দেওয়া হবে, সেটি ও ঠিক করা হয়ে গেছে।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
প্রসঙ্গত লোয়ার ডিভিশন অ্যাসিস্টান্ট পদে এক হাজারের বেশী কিছু শূন্যপদে নিয়োগ হচ্ছে। এবং কৃষি দপ্তরে ৮১৮ পদের মধ্যে ৬৯১ জন কে নিয়োগ পত্র দিয়ে দেওয়া হবে ভোটের আগেই। কারন, নির্বাচনের আচরন বিধিতে লেখা আছে, কোনো নিয়োগ যদি ভোটের দিন ঘোষনার আগে শুরু হয়ে যায়, তাহলে সেটি বন্ধ রাখার দরকার নেই।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : স্বাস্থ্য দপ্তরে আরও নিয়োগ সম্ভবনা, জানালেন মন্ত্রী
আরও পড়ুন : রাজ্যের পর্যটন দপ্তরে চাকরীর বিজ্ঞপ্তি
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : স্বাস্থ্য দপ্তরে আরও নিয়োগ সম্ভবনা, জানালেন মন্ত্রী
আরও পড়ুন : রাজ্যের পর্যটন দপ্তরে চাকরীর বিজ্ঞপ্তি
