আজ গুগল খুলে দেখুন, একটি মহিলার ছবি, কে এই মহিলা ? জেনে নিন
Admin - March 07, 2019 -
এডুকেসন, ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
আজ গুগল খুলে দেখুন, একটি মহিলার ছবি, কে এই মহিলা জেনে নিন
টু'ডে বেঙ্গলি নিউজ : 'গুগল ডুডল' এ আজ একটি মহিলার ছবি দেখতে পাচ্ছে অর্থাৎ গুগল খুললেই, হোমপেজে 'Google ' লেখার উপরে এই মহিলার ছবি। কে এই মহিলা? জেনে নেই এই মহিলা সম্পর্কে কিছু তথ্য -
গুগল আজ পালন করছে, রাশিয়ান ম্যাথামেটিসিয়ান ওলগা লেডিজেনসকায়া ( Olga Ladyzhenskaya) এর ৯৫ তম জন্ম দিন।
ওলগা লেডিজেনসকায়া ১৯২২ সালের ৭ মার্চ রাশিয়ার কোলোগ্রিবে জন্মগ্রহন করেন। তাঁর বাবাও ছিলেন একজন ম্যাথমেটিসিয়ান এবং তাঁর কাছ থেকে ওলগা লেডিজেনসকায়া গনিত সম্পর্কে ধারনা নেন ও গনিতের প্রতি ভালোবাসা জন্মায়।
পার্টিসিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ফ্লুইড ডায়নামিক্স এর জন্যে তিনি সারা বিশ্বে পরিচিত।
সোভিয়েত কতৃপক্ষের দ্বার তার বাবাকে রাস্ট্রের শত্রু হওয়ার অভিযোগ করা হয় এবং তার পরিবার কে অনেক কষ্টের মধ্যে পড়তে হয়। এই কারনে তিতি লেনিনগ্রাডড ইউনিভার্সিটিতে ভর্তি হন নি।
তাঁর জীবনকালে তিনি গনিতের ২৫০ উপর পেপার লিখেছেন এবং তার সমাধান পদ্ধতি অর্জন করেছেন।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
তিনি পিএইচডি অর্জন করেছিলেন এবং স্টেকলভ ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটের হেড ল্যাবরেটরিতে গভেষনার জন্যে গিয়েছিলেন।
তিনি ২০০২ সালে রাশিয়ান একাডেমি অব সায়েন্সের দ্বারা গনিতের বিশ্বব্যাপী চিত্তাকর্ষক অবদানের জন্যে লোমোনোসভ গোল্ড মেডেল পান। এছড়াও তিনি আরও অনেক পুরস্কার পেয়েছিলেন।
এই মহান ম্যাথমেটিসিয়ান ২০০৪ সালের ২২ জানুয়ারী, ৮১ বছর বয়েসে মারা যান।
আরও পড়ুন : গাড়ির বোনেটের উপর মানুষ, গাড়ি চলল প্রায় ২ কিমি- ভাইরাল ভিডিও
আরও পড়ুন : বেতন নেই, জেলায় জেলায় বিডিও অফিসের সামনে ধর্না পঞ্চায়েত কর্মীদের
টু'ডে বেঙ্গলি নিউজ : 'গুগল ডুডল' এ আজ একটি মহিলার ছবি দেখতে পাচ্ছে অর্থাৎ গুগল খুললেই, হোমপেজে 'Google ' লেখার উপরে এই মহিলার ছবি। কে এই মহিলা? জেনে নেই এই মহিলা সম্পর্কে কিছু তথ্য -
গুগল আজ পালন করছে, রাশিয়ান ম্যাথামেটিসিয়ান ওলগা লেডিজেনসকায়া ( Olga Ladyzhenskaya) এর ৯৫ তম জন্ম দিন।
ওলগা লেডিজেনসকায়া ১৯২২ সালের ৭ মার্চ রাশিয়ার কোলোগ্রিবে জন্মগ্রহন করেন। তাঁর বাবাও ছিলেন একজন ম্যাথমেটিসিয়ান এবং তাঁর কাছ থেকে ওলগা লেডিজেনসকায়া গনিত সম্পর্কে ধারনা নেন ও গনিতের প্রতি ভালোবাসা জন্মায়।
পার্টিসিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ফ্লুইড ডায়নামিক্স এর জন্যে তিনি সারা বিশ্বে পরিচিত।
সোভিয়েত কতৃপক্ষের দ্বার তার বাবাকে রাস্ট্রের শত্রু হওয়ার অভিযোগ করা হয় এবং তার পরিবার কে অনেক কষ্টের মধ্যে পড়তে হয়। এই কারনে তিতি লেনিনগ্রাডড ইউনিভার্সিটিতে ভর্তি হন নি।
তাঁর জীবনকালে তিনি গনিতের ২৫০ উপর পেপার লিখেছেন এবং তার সমাধান পদ্ধতি অর্জন করেছেন।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
তিনি পিএইচডি অর্জন করেছিলেন এবং স্টেকলভ ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটের হেড ল্যাবরেটরিতে গভেষনার জন্যে গিয়েছিলেন।
তিনি ২০০২ সালে রাশিয়ান একাডেমি অব সায়েন্সের দ্বারা গনিতের বিশ্বব্যাপী চিত্তাকর্ষক অবদানের জন্যে লোমোনোসভ গোল্ড মেডেল পান। এছড়াও তিনি আরও অনেক পুরস্কার পেয়েছিলেন।
এই মহান ম্যাথমেটিসিয়ান ২০০৪ সালের ২২ জানুয়ারী, ৮১ বছর বয়েসে মারা যান।
আরও পড়ুন : গাড়ির বোনেটের উপর মানুষ, গাড়ি চলল প্রায় ২ কিমি- ভাইরাল ভিডিও
আরও পড়ুন : বেতন নেই, জেলায় জেলায় বিডিও অফিসের সামনে ধর্না পঞ্চায়েত কর্মীদের