Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বেতন নেই, জেলায় জেলায় বিডিও অফিসের সামনে ধর্না পঞ্চায়েত কর্মীদের

Admin - March 07, 2019 - রাজ্যের নিউজ
বেতন নেই, জেলায় জেলায় বিডিও অফিসের সামনে ধর্না পঞ্চায়েত কর্মীদের





টু'ডে বেঙ্গলি নিউজ : মার্চের ৬ তারিখ পেরিয়ে গেছে,  তবুও বেতনের দেখা নেই সরকারি কর্মচারী দের।  হ্যাঁ, ঠিক এরকমই ঘটনা ঘটছে, রাজ্যের পঞ্চায়ের কর্মীদের সাথে। দক্ষিন ২৪ পরগনা জেলার, বাসন্তী ও কাকদ্বীপ এলাকার পঞ্চায়েত কর্মীরা কেউ এখনও বেতন পাননি। আর মাসের শেষে বেতন না পেলে,  সরকারি কর্মচারি দের অবস্থা কি হয়, সেটি অনেকেই জানেন। তাই তারা বিডিও অফিসের সামনে,  ধর্নায় বসেছে।চলছে অবস্থান বিক্ষোভ। শুধু দক্ষিন ২৪ পরগনা নয়, বেতন না পেয়ে ধর্নায় বসেছেন বীরভূমের পঞ্চায়েত কর্মীরাও। সিউড়ি ১ নং ব্লকের পঞ্চায়ের কর্মীরা মার্চের ৬ তারিখ হয়ে গেলেও এখনও বেতনের দেখা পান নি।

আরও পড়ুন রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে

কর্মীদের এই সমস্যার কথা স্বীকার করেছে নিয়েছে বিডিওরা। এবং বলা হয়েছে তারা খুব তাগাতাড়ি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে বিষয় টি জানাবে। সূত্রের খবর এমাসের বেতন বরাদ্দ না হওয়ায়, আটকে গিয়েছে এমাসের বেতন।

আরও পড়ুন শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ

আরও পড়ুন রেলের গ্রুপ ডি পরীক্ষায় একজনের ১০০ এর মধ্যে ৮৪৩ নম্বর!