Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

টীকাকরনের পর মারা গেল শিশু, হাসপাতালে ভর্তি আরও ২৬

Admin - March 08, 2019 - দেশের নিউজ, ব্রেকিং নিউজ
টীকাকরনের পর মারা গেল শিশু, হাসপাতালে ভর্তি আরও ২৬




টু'ডে বেঙ্গলি নিউজ : টীকা করনের পর মারা গেল শিশু,  গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২৬ জন,  একরকমই ঘটনা ঘটল হায়দ্রাবাদের একটি স্বাস্থ্য কেন্দ্রে। বুধবার হায়দ্রাবাদের নাম পল্লী পিএইচসি হাসপাতালে ঐ শিশুর টীকা দেওয়া হয়। তারপর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় শারিরীক সমস্যা। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ, যে হাসপাতালে এই অভিযোগ করা হয়েছে, সেই হাসপাতাল কতৃপক্ষ টীকার তথ্য দিতে অস্বীকার করেছে।

এক পদস্ত মেডিকেল অফিসার জানান, তারা টীকা গুলি পরীক্ষা করেই ব্যবহার করেছিলেন। কিন্তু তারপরেও কেন এরকম হল বুঝতে পারছেন না। তবে মনে করা হচ্ছে, টীকাকরনের পর দেওয়া একটি ট্যাবলেট থেকেই এই বিপত্তি।

আরও পড়ুন তৎকাল টিকিট কাটার আগে, এই তথ্য গুলি জানা দরকার

আরও পড়ুন প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন রায় সুপ্রিম কোর্টের