Skip to main content

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশের সময়সীমা, পর্ষদ সূত্রের খবর

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশের সময়সীমা, পর্ষদ সূত্রের খবর


 উচ্চমাধ্যমিকের রেজাল্ট


টু'ডে বেঙ্গলি নিউজ : লোকসভা নির্বাচনের ভোটের প্রভাব পড়ল,  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে। প্রায় দেড় মাস ধরে চলা লোকসভা ভোটের কারনে মাধ্যমিক,  উচ্চমাধ্যমিক সহ, আরও বিশ্ববিধ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফল ও তারিখ পিছিয়ে যাচ্ছে।

এবছর, মাধ্যমিক পরীক্ষা অনেক আগেই শুরু হয়েছিল,  এবং সেকারনেই আগেই ফল প্রকাশ করার কথা ছিল মধ্যশিক্ষা পর্ষদের।  কিন্তু ভোটের কারনে মাধ্যমিক পরীক্ষার ফল পিছিয়ে গেল। মধ্যশিক্ষা পর্ষদের সূত্রের খবর, ভোটের পরেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের করা হবে এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট জুনের প্রথম সপ্তাহের আগে বের করাও সম্ভব নয়। এছাড়াও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার তারিখ ও ফল পিছোবে। খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় থেকে নোটিস প্রকাশ করা হবে বলে জানা গেছে।
পোস্ট শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

Comments

Popular posts from this blog

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস টু'ডে বেঙ্গলি নিউজ : SSC MTS ( মাল্টি টাস্কিং স্টাফ) নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজই। মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে এই নিয়োগের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই জানতে চান, SSC MTS এর কাজ কী? স্যালারি কত? প্রোমোশন আছে কি নেই! কত সময় ডিউটি করতে হয়? ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। আজ সবকিছু নিন্ম লিখিত পোস্টে আলোচনা করা হল - প্রথমেই বলে রাখি, SSC MTS গ্রুপ ডি লেবেলের চাকরী কিন্তু তার মানে এই নয়, আপনাকে রেলের গ্রুপ ডি দের মত কাজ করতে হবে। এর চাকরীর পোস্টিং যেকোনো স্টেটে  অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে রাজ্যে সিলেক্ট করবেন, সেই রাজ্যেই চাকরী হবে। ট্রান্সফার হলে, ঐ রাজ্যের মধ্যেই কোনো অফিসে ট্রান্সফার করা হয়, অন্য রাজ্যে ট্রান্সফার করে পাঠানো হয় না। SSC MTS চাকরীর নির্দিষ্ট কোনো কাজ নেই। যে ডিপার্টমেন্টে আপনার চাকরী হবে সেখানে আপনার পদ অনুযায়ী যে কাজ থাকবে, সেই কাজই আপনাকে দেওয়া হবে। মূলত যারা কম্পিউটার জানে, তাদের কম্পিউটার রিলেটেড কাজ দেওয়া হয়, আর অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টে

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস Today Bengali News :  'স্টেশন মাস্টার' শব্দটি শুনলেই একটি সাদা পোষাকের মানুষ আর প্লাটফর্মের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ছাত্র- ছাত্রী রা অনেক দিন থেকেই অপেক্ষা করে আছে, কবে স্টেশন মাস্টার পদের ভ্যাকান্সি বের হবে! NTPC 2019 নিয়োগের মাধ্যমে স্টেশন মাস্টার পোস্টে অনেক শূন্যপদে নিয়োগ হবে। এবার জেনে নেই, এই স্টেশন মাস্টার পদের কাজ কি, স্যালারি, প্রমোশন, কাজের সময়, ছুটি কেমন পাওয়া যায়, সব কিছু ডিটেইলস। আগে পোস্ট টি ছিল ASM অর্থাৎ অ্যাসিস্টান্ট স্টেশন মাস্টার। এবছর, রেল বোর্ড সেটি পরিবর্তন করে SM. অর্থাৎ স্টেশন মাস্টার করে দিয়েছে। এক লাইনে যদি স্টেশন মাস্টারের দায়িত্ব  বলতে হয়,  তাহলে কোনো একটি নির্দিষ্ট স্টেশনের সমস্ত দায়িত্ব তার কাঁধে থাকে। প্লার্টফর্মের ট্রেন পাসিং, সিগন্যালিং  তার মূল দায়িত্ব হলেও, যাত্রীদের সুরক্ষা, কোনো ঝামেলা হলে স্টেশনে, অসুস্থতা বিষয়ক সমস্যা, আরও স্টেশনের অনান্য যাবতীয় বিষয়ের সমস্ত বিষয়ের জন্যে তাকে জবাবদিহি দিতে হয়।  অনেক ছোটো স্টেশন আছে, সেখানে স্টেশন মাস্টার কে মাঝে মাঝে, পা

রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়?

রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়? Today Bengali News : রেলের গ্রুপ ডি নিয়োগের সবথেকে শেষ ধাপ হল মেডিকেল পরীক্ষা।প্রথমেই বলি, রেলের গ্রুপ ডি তে PET অথার্ৎ 'মাঠ' ক্লিয়ার করা মানেই ৯৯% চাকরী পেয়ে যাওয়া যদি আপনার ডকুমেন্টস সব সঠিক থাকে।  গ্রুপ ডি মেডিকেল থেকে বাদ পড়ে খুব কম ঘটনাই আছে। তবে কিছু জিনিষ আপনি খেয়াল না রাখলে, বাদ পড়তে পারেন। অনেকেই প্রশ্ন করেন, আমার চসমা আছে, আমি কি বাদ পড়ব? এই সব কিছু নিয়ে নীচের  পোস্টে রেলের গ্রুপ ডি মেডিকেল টেস্ট  নিয়ে ডিটেইলসে আলোচিত হল - ১। ডিসটান্স ভিসন টেস্ট :   এটি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে হয়। আপনাকে ৬ মিটার দূরে বসিয়ে, সামনে বোর্ডে বড়, ছোটো হরফে ইংরাজী লেটার থাকবে। সেগুলি আপনাকে পড়তে হবে। এখানে ৬/১২ লেবেলের লেটার গুলো পড়তে পারলেই কোয়ালিফাই করবেন। নীচের ছবিতে লক্ষ্য করুন - ২। নিয়ার ভিসন টেস্ট ( Near Vision Test)   -  এটিও ছেলেদের ও  মেয়েদের ক্ষেত্রে হবে। এখানে আপনার চোখের খুব কাছাকাছি বোর্ডে বড়,  ছোট হরফে ইংরাজী লেটার থাকবে, সেগুলি পড়তে হবে। নীচের ছবিতে লক্ষ্য করুন- ৩। কালার ব্লাইন্ডনেস টেস্