Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এবার ভোট প্রার্থীদের জমা দিতে হবে ফেসবুক, টুইটার, গুগল অ্যাকাউন্টস

Admin - March 11, 2019 - ট্রেন্ডিং লোকসভা ভোট, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
এবার ভোট প্রার্থীদের জমা দিতে হবে ফেসবুক, টুইটার, গুগল অ্যাকাউন্টস




টু'ডে বেঙ্গলি নিউজ : এই প্রথম কোনো লোকসভা ভোটে, ভোটার প্রার্থীদের নমিনেশনের সময় তাদের সোশাল অ্যাকাউন্টস অর্থাৎ তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্টস,  গুগল অ্যাকাউন্টস এর ডিটেইলস নির্বাচন কমিশন কে জানাতে হবে।

আজ এক বিবৃতে নির্বাচন কমিশনের প্রধান সুনীল আরোরা জানান, সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ চেক করার জন্যে স্পেশাল অফিসার নিয়োগ করা হবে এবং কোনো রাজনৈতিক দল ফেক নিউজ ক্যাম্পেন করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোশাল মিডিয়া কোনো ফেক কনটেন্ট দেখলে তা সাথে সাথে সেই অফিসার নির্বাচন কমিশন কে রিপোর্ট করে দেবে। ইলেকশন কমিশনের পরামর্শে, ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবা দাতা রা নয়া নীতি প্রচলন করেছে অনলাইন প্লার্টফর্মে।

কোনো রাজনৈতিক পার্টি সোশাল মিডিয়াতে বিজ্ঞাপন চালাতে গেলে,  আগে থেকে সার্টিফিকেট নিতে হবে। সেক্ষেত্রে গুগল, ফেসবুক, টুইটার ভেরিফাই করবে।

নতুন নিয়ম চালু হলেও, কিছু প্রশ্ন থেকে গেছে। যেমন, হোয়াটসঅ্যাপে কিভাবে ফেক নিউজ আটকানো যাবে! কারন হোয়াটসঅ্যাপে মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হয়ে থাকে যা, অ্যাক্সেস করা যায় না।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

আরও পড়ুন "পরের আইপিএল পাকিস্তানে হবে " সাংবাদিক সন্মেলনে বললেন উমর আখমল
আরও পড়ুন সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
আরও পড়ুন ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের