ভোটের আগে রিলিজ হবে না মোদীর বায়োপিক, নির্দেশ নির্বাচন কমিশনের
Admin - April 10, 2019 -
Breaking News, India, ট্রেন্ডিং লোকসভা ভোট, বিনোদন, ব্রেকিং নিউজ
ভোটের আগে রিলিজ হবে না মোদীর বায়োপিক, নির্দেশ নির্বাচন কমিশনের
Today Bengali News : ভোট শেষ হওয়ার আগে মোদীর বায়োপিক ( Modi's Biopic) সিনেমা 'PM Naredra Modi' রিলিজ করা যাবে না, জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী কালই ছিল এই বায়োপিকের রিলিজ। তার আগের দিনই নির্বাচন কমিশনের এরকম নির্দেশে সমস্যায় পড়েছে, সিনেমার প্রোডাকশন হাউস।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 10.042019
আরও পড়ুন : 'রাফালে' ইস্যুতে ধাক্কা খেল কেন্দ্র, 'চুরি' নথি নিয়ে কেন্দ্রের আবেদন খারিজ
বিরোধীরা প্রথম থেকে এই সিনেমার রিলিজ নিয়ে সরব হয়েছে। কংগ্রেসের এক নেতা, সুপ্রিম কোর্টে মামলা ও করেছে, ভোটের সময় এই সিনেমার রিলিজ নিয়ে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এটা তাদের বিষয় নয়। বিরোধীদের দাবি, বায়োপিকের মাধ্যমে মোদী আসলে ভোট প্রচার, নিজের প্রচার করছে। অবশেষে নির্বাচন কমিশন ( Election Commission) সিনেমার রিলেজে নিষেধাজ্ঞা জারি করল।
প্রসঙ্গত PM Naredra Modi বায়োপিকে মোদীর ভূমিকায় অভিনয় করেছে, বিবেক ওবেরয়।
Today Bengali News : ভোট শেষ হওয়ার আগে মোদীর বায়োপিক ( Modi's Biopic) সিনেমা 'PM Naredra Modi' রিলিজ করা যাবে না, জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী কালই ছিল এই বায়োপিকের রিলিজ। তার আগের দিনই নির্বাচন কমিশনের এরকম নির্দেশে সমস্যায় পড়েছে, সিনেমার প্রোডাকশন হাউস।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 10.042019
আরও পড়ুন : 'রাফালে' ইস্যুতে ধাক্কা খেল কেন্দ্র, 'চুরি' নথি নিয়ে কেন্দ্রের আবেদন খারিজ
বিরোধীরা প্রথম থেকে এই সিনেমার রিলিজ নিয়ে সরব হয়েছে। কংগ্রেসের এক নেতা, সুপ্রিম কোর্টে মামলা ও করেছে, ভোটের সময় এই সিনেমার রিলিজ নিয়ে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এটা তাদের বিষয় নয়। বিরোধীদের দাবি, বায়োপিকের মাধ্যমে মোদী আসলে ভোট প্রচার, নিজের প্রচার করছে। অবশেষে নির্বাচন কমিশন ( Election Commission) সিনেমার রিলেজে নিষেধাজ্ঞা জারি করল।
প্রসঙ্গত PM Naredra Modi বায়োপিকে মোদীর ভূমিকায় অভিনয় করেছে, বিবেক ওবেরয়।
