'রাফালে' ইস্যুতে ধাক্কা খেল কেন্দ্র, 'চুরি' নথি নিয়ে কেন্দ্রের আবেদন খারিজ
Admin - April 10, 2019 -
Breaking News, India, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
'রাফালে' ইস্যুতে ধাক্কা খেল কেন্দ্র, 'চুরি' নথি নিয়ে কেন্দ্রের আবেদন খারিজ
Today Bengali News : ' রাফালে' মামলার রায়ে সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খেল কেন্দ্র সরকার। ফাঁস হওয়া নথিই প্রমান হিসেবে গন্য হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের নথি নিয়ে আপত্তি কে খারিজ করে দিল।
প্রসঙ্গত রাফালে চুক্তি তে কেন্দ্র সরকার ক্লিনচিট পেয়েছিল কিন্তু তার পরেই চুক্তির নথি ফাঁস হয়ে যায় সংবাদ মাধ্যমে। আর তার ফলেই আবার আদালতের রায় কে পুর্নবিবেচনার জন্যে পিটিশন দাখিল হয়। এই রায় পুর্নবিবেচনার জন্যে আপত্তি জানিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু আজ সেই আপত্তি কে খারিজ করে দেয় রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চ।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 10.042019
আরও পড়ুন : ছত্রিশগড়ে বিজেপির কনভয়ে নকশাল আক্রমন, মৃত ৫, এমএলএ নিখোঁজ
Today Bengali News : ' রাফালে' মামলার রায়ে সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খেল কেন্দ্র সরকার। ফাঁস হওয়া নথিই প্রমান হিসেবে গন্য হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের নথি নিয়ে আপত্তি কে খারিজ করে দিল।
প্রসঙ্গত রাফালে চুক্তি তে কেন্দ্র সরকার ক্লিনচিট পেয়েছিল কিন্তু তার পরেই চুক্তির নথি ফাঁস হয়ে যায় সংবাদ মাধ্যমে। আর তার ফলেই আবার আদালতের রায় কে পুর্নবিবেচনার জন্যে পিটিশন দাখিল হয়। এই রায় পুর্নবিবেচনার জন্যে আপত্তি জানিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু আজ সেই আপত্তি কে খারিজ করে দেয় রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চ।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 10.042019
আরও পড়ুন : ছত্রিশগড়ে বিজেপির কনভয়ে নকশাল আক্রমন, মৃত ৫, এমএলএ নিখোঁজ