Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অষ্টম শ্রেনী, মাধ্যমিক পাশ হলেই, এই চাকরীর আবেদন করুন

Admin - April 20, 2019 - Job, Latest Job, চাকরীর খবর, ব্রেকিং নিউজ
 অষ্টম শ্রেনী, মাধ্যমিক পাশ হলেই, এই চাকরীর আবেদন করুন


মাধ্যমিক পাশ হলেই, এই চাকরীর আবেদন করুন



Today Bengali News : ডিস্ট্রিক কোর্ট নদীয়া জেলা [Nadia District Court Job] ,  বিভিন্ন পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরী হবে, ইংরাজী স্টেনোগ্রাফার ( গ্রেড ৩),  লোয়ার ডিভিশন ক্লার্ক [LDC Job], প্রসেস সার্ভার, সুইপার, নাইট গার্ড, ফরাস [ Group D Post] ইত্যাদি পদে।

  • মোট শূন্যপদ - ৫৯ টি।
  • বয়সসীমা - ১৮ থেকে ৩৭ বছর ( ০১/০১/২০১৯ তারিখ অনুসারে)। এসসি /এসটি ও অনান্য নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন।

স্টেনো গ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক,  পদের জন্যে  যোগ্যতা লাগবে স্বীকৃত মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ এবং স্বীকৃত কম্পিউটার সার্টিফিকেট। স্টেনো পদের ক্ষেত্রে শর্টহ্যান্ডে স্পীড 80 w.p.m এবং টাইপিং স্পীড লাগবে 30 w.p.m ।


আর, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট ও টাইপিং নলেজ থাকলেই হবে।

প্রসেস সার্ভার এবং 'গ্রুপ ডি' পদ গুলির ক্ষেত্রে অষ্টমশ্রেনী পাশ হতে হবে। প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রঅধিকার পাবেন।

আবেদন ফী - স্টেনো ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় ৪০০/- টাকা এবং এসসি /এসটি দের ক্ষেত্রে ৩০০/- টাকা।

প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে ৩০০/- টাকা এবং এসসি/এসটি ও অনান্যদের ক্ষেত্রে ২০০/- টাকা।

কিভাবে আবেদন করবেন? 

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে  ২৫/০৪/২০১৯ এবং আবেদন করার শেষ তারিখ ১২/০৫/২০১৯।  বিস্তারিত অফিসিয়াল নোটিসে পাবেন। নীচ থেকে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে নিন।

অফিসিয়াল নোটিস ডাউনলোড ক্লিক করুন।
অনলাইনে আবেদন ক্লিক করুন।