৬৯ পোস্ট ভ্যাকান্সি কমিয়ে দিল NTPC ২০১৯ নিয়োগ থেকে রেলওয়ে বোর্ড
Admin - April 21, 2019 -
Education, এডুকেসন, ব্রেকিং নিউজ
৬৯ পোস্ট ভ্যাকান্সি কমিয়ে দিল NTPC ২০১৯ নিয়োগ থেকে রেলওয়ে বোর্ড
টু'ডে বেঙ্গলি নিউজ : NTPC CEN 01/2019 নিয়োগের এলাহাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, বারানসী ডিভিশনের DLW অথার্ৎ ডিজেল লোকোমটিভ ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে ৬৯ ভ্যাকান্সি কমিয়ে দিল রেলওয়ে বোর্ড। এক বিজ্ঞপ্তিতে নোটিস দিয়ে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড [ RRB]।
প্রসঙ্গত এর আগেও ১২ এপ্রিল এক নোটিসে বারানসী থেকে মিনিস্ট্রিয়াল আইসোলেটেড পদ থেকে ২ টি ভ্যাকান্সি কমিয়ে দেওয়ার অফিসিয়াল নোটিস দিয়েছিল RRB এলাহাবাদ পোস্ট। প্রার্থীদের জানানো হয়েছে, যারা এলাহাবাদ RRB এর ডিজেল লোকোমেটিভ ওয়ার্কসের অধীনে আবেদন করেছিলেন তারা তাদের আবেদন পত্র ৩০ শে এপ্রিলের মধ্যে সংশোধন করতে পারবে।
টু'ডে বেঙ্গলি নিউজ : NTPC CEN 01/2019 নিয়োগের এলাহাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, বারানসী ডিভিশনের DLW অথার্ৎ ডিজেল লোকোমটিভ ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে ৬৯ ভ্যাকান্সি কমিয়ে দিল রেলওয়ে বোর্ড। এক বিজ্ঞপ্তিতে নোটিস দিয়ে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড [ RRB]।
প্রসঙ্গত এর আগেও ১২ এপ্রিল এক নোটিসে বারানসী থেকে মিনিস্ট্রিয়াল আইসোলেটেড পদ থেকে ২ টি ভ্যাকান্সি কমিয়ে দেওয়ার অফিসিয়াল নোটিস দিয়েছিল RRB এলাহাবাদ পোস্ট। প্রার্থীদের জানানো হয়েছে, যারা এলাহাবাদ RRB এর ডিজেল লোকোমেটিভ ওয়ার্কসের অধীনে আবেদন করেছিলেন তারা তাদের আবেদন পত্র ৩০ শে এপ্রিলের মধ্যে সংশোধন করতে পারবে।