Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অষ্টমশ্রেনী থেকে গ্রাজুয়েট যোগ্যতায় রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ

Admin - April 18, 2019 - Job, Latest Job, চাকরীর খবর, ব্রেকিং নিউজ
অষ্টমশ্রেনী থেকে গ্রাজুয়েট যোগ্যতায় রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ


বিশ্ববিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ



Today Bengali News : দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরী [Job]  হবে জিডিএ, LDC / LDA, স্টোরকিপার, জুনিয়র অ্যাসিস্টান্ট, মেডিকেল টেকনোলোজিস্ট( ল্যাবরেটরি), UDC/UDA, স্টেনো গ্রাফার/ স্টেনো টাইপিস্ট, জুনিয়র পিওন, ডোম/ ডিসেকশন হল অ্যাটেন্ডার, ড্রাইভার, পিএ, অ্যাসিস্টান্ট লাইব্রেরিয়ান, সিনিয়র অ্যাসিস্টান্ট,  হেড ক্লার্ক পদে।

  • মোট শূন্যপদ - ১৭৫ টি।
  • বয়সসীমা - ১৮ থেকে ৪০ বছর। এসসি/ এসটি ও অনান্যরা নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন।
  • আবেদন ফী - ৫০০/- টাকা। এসসি/ এসটি, ওবিসি ও প্রতিবন্ধীদের জন্যে ২৫০ টাকা। আবেদন ফী জমা দিতে হবে অনলাইনে।


প্রতিটি পোস্টের বিভিন্ন যোগ্যতা আছে। অষ্টম শ্রেনী যোগ্যতা থেকে শুরু করে গ্রাজুয়েট যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী যোগ্যতা জানতে, নীচ থেকে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে নেবেন।
আবেদন করতে পারবেন অনলাইনে [ Online Apply For Job] । আবেদন করার শেষ তারিখ ৩০/০৪/২০১৯।  মনে রাখবেন, যোগ্যতা ও বয়েসসীমা ০১/০১/২০১৯ তারিখ হিসেবে গন্য করা হবে।একাধিক পদে আবেদন করতে গেলে আপনাকে আলাদা আলাদা নতুন আবেদন করতে হবে। যারা OG/WBUHS/2018-19/1617 dated 22/11/2018 বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্টান্ট লাইব্রেরিয়ান পদে আবেদন করেছিলেন, তাদের আর ওই পদে আবেদন করা লাগবে না।

আবেদন করতে যেগুলি লাগবে :

  • বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর।
  • সম্প্রতিকালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি।
  • প্রার্থীর সই জেপিজি/জেপিইজি ফরম্যাটে।

অফিসিয়াল নোটিস ডাউনলোড ক্লিক করুন।
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন।