Skip to main content

Posts

Showing posts from June, 2019

গ্রাজুয়েট যোগ্যতায় ৬০০ অ্যাসিস্টান্ট ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি - অনলাইন আবেদন শুরু

গ্রাজুয়েট যোগ্যতায় ৬০০ অ্যাসিস্টান্ট ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি - অনলাইন আবেদন শুরু Bank Jobs News 2019 : IDBI ব্যাঙ্ক অ্যাসিস্টান্ট ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। বিজ্ঞপ্তি নং - ০২/২০২৯-২০।যারা আবেদন করতে চান তাদের জন্যে চাকরীর ডিটেইলস নীচে দেওয়া হল। পোস্টের নাম : অ্যাসিস্টান্ট ম্যানেজার শূন্যপদ - ৬০০ টি। গুরুত্বপূর্ন তারিখ অনলাইনে আবেদন শুরু - ২৩/০৬/২০১৯ আবেদন করার শেষ তারিখ - ০৩/০৭/২০১০ অ্যাডমিট কার্ড তারিখ - ১৩/০৭/২০১৯ অনলাইন টেস্টের সাম্ভব্য তারিখ - ২১/০৭/২০১৯ বয়সসীমা ( ০১/০৬/২০১৯) সর্বনিন্ম বয়েস - ২১ বছর সর্ব্বোচ্চ বয়স - ২৮ বছর নিয়ামানুযায়ী বর্ধিত বয়েসের সুযোগ পাবেন ( এসসি/এসটি, ও অনান্যরা) সমস্ত চাকরীর খবর, অ্যাডমিসন নিউজ, কোর্স নিউজ, এডুকেশন নিউজ পেতে ফেসবুকে যুক্ত হন-ক্লিক করুন যোগ্যতা স্বীকৃত ডিগ্রি বা সমতুল পরীক্ষায় পাশ। আবেদন ফী জেনারেল ও অনান্যদের- ৭০০/- এসসি/এসটি/প্রতিবন্ধী- ১৫০/- অনলাইনে ফী জমা দিতে হবে। ( ক্রেডিট/ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং) গুরুত্বপূর্ন কিছু লিঙ্ক অফিসিয়াল নোটিস - ক্লিক করুন। অনলাইন আবেদন - ক

NTPC পরীক্ষার তারিখ এখনও ঠিক হয় নি, কবে হতে পারে? - RRB Kolkata

NTPC পরীক্ষার তারিখ এখনও ঠিক হয় নি, কবে হতে পারে?  - RRB Kolkata Today Bengali News :   RRB  NTPC পরীক্ষার তারিখ নিয়ে প্রার্থীদের মধ্যে,  সোশাল মিডিয়াতে নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে। অনেকেই এমন লিঙ্ক দিয়ে বলছে, NTPC এর স্টেটাস চেক করা যাচ্ছে। কিন্তু বলে রাখি সমস্তটাই ভুয়ো। NTPC এর তারিখ নিয়ে এখনও রেলওয়ে বোর্ড কোনো ঠিক সিদ্ধান্ত করেনি। RRB Kollata টুইট করে জানিয়েছে ভুয়ো তথ্যে নজর দেবেন না। সবসময় অফিসিয়াল সাইট ফলো করবেন। এখনও RRB NTPC পরীক্ষার তারিখ ঠিক করা হয় নি।কয়েকদিন আগে Indian Express কে রেলওয়েও তরফ থেকে কোনো NTPC তারিখের সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় নি। বলা হয়েছিল এখনও তারিখ ঠিক হয় নি। কবে হতে পারে পরীক্ষা?  এ'ব্যাপারে রেলওয়ে একদম চুপ। তবে মনে করা হচ্ছে জুলাই - সেপ্টেম্বর এ মধ্যে পরীক্ষা শুরু হতে পারে। তবে খুব শীঘ্রই কোনো অফিসিয়াল নোটিস আসতে চলেছে, বলে বিভিন্ন সূত্রের খবর। বি:দ্র : পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে সবাই কে হোয়াটসঅ্যাপে শেয়ার করে জানিয়ে দিন।