"বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে" নারী দিবসে আর কি বললেন মুখ্যমন্ত্রী
Admin - March 08, 2019 -
ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
"বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে" নারী দিবসে আর কি বললেন মুখ্যমন্ত্রী
টু'ডে বেঙ্গলি নিউজ : আন্তর্জাতিক নারী দিবসের মঞ্চে দাঁড়িয়ে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মহিলা কে এক হতে বলেছেন। তিনি বলেন, আগামী দিনে সাংসদে ৩৫% এর বেশী মহিলা থাকবে। স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যেক পরিবারের মহিলাদের দেওয়া হবে। রাজ্যের মেয়েদের জন্যে সমস্ত প্রকার সুবিধে সহ, কন্যাশ্রী, রুপশ্রী সহ অনান্য প্রকল্প কে সফল করা হয়েছে।
কর্মসংস্থান প্রসঙ্গে বলেন, দেশের মধ্যে কর্মসংস্থানে সেরা বাংলা। বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। কৃষক উন্নয়নেও সেরা বাংলা।
এছাড়াও সম্প্রীতি প্রসঙ্গে বলেন, আমরা কাউকে ঘৃনা করি না। আমাদের রাজ্যে সব ধর্মের মানুষ থাকে।
আজকের অনান্য নিউজ :
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী
আরও পড়ুন : ৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের
আরও পড়ুন : "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা
টু'ডে বেঙ্গলি নিউজ : আন্তর্জাতিক নারী দিবসের মঞ্চে দাঁড়িয়ে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মহিলা কে এক হতে বলেছেন। তিনি বলেন, আগামী দিনে সাংসদে ৩৫% এর বেশী মহিলা থাকবে। স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যেক পরিবারের মহিলাদের দেওয়া হবে। রাজ্যের মেয়েদের জন্যে সমস্ত প্রকার সুবিধে সহ, কন্যাশ্রী, রুপশ্রী সহ অনান্য প্রকল্প কে সফল করা হয়েছে।
কর্মসংস্থান প্রসঙ্গে বলেন, দেশের মধ্যে কর্মসংস্থানে সেরা বাংলা। বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। কৃষক উন্নয়নেও সেরা বাংলা।
এছাড়াও সম্প্রীতি প্রসঙ্গে বলেন, আমরা কাউকে ঘৃনা করি না। আমাদের রাজ্যে সব ধর্মের মানুষ থাকে।
আজকের অনান্য নিউজ :
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী
আরও পড়ুন : ৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের
আরও পড়ুন : "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা