বাংলার লেজেন্ডের পাশে মুখ্যমন্ত্রীর ছবি, বিতর্ক তুঙ্গে
Admin - March 08, 2019 -
ব্রেকিং নিউজ, ভাইরাল নিউজ, রাজ্যের নিউজ
বাংলার লেজেন্ডের পাশে মুখ্যমন্ত্রীর ছবি, বিতর্ক তুঙ্গে
টু'ডে বেঙ্গলি নিউজ : কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের ব্যস্ত রাস্তায় হোডিং মুখ্যমন্ত্রীর ছবি ঘিরে সোশাল মিডিয়াতে বিতর্ক তুঙ্গে। কেন এই বিতর্ক? কারন সেখানে বাংলা বিখ্যাত লেজেন্ডারি দের পাশে মমতা ব্যানার্জীর ছবি রাখা হয়েছে। সেই হোডিং এ আছেন, সমাজ সংষ্কারক রাজা রাম মোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায় প্রমুখ রা।
অনেকেই প্রশ্ন তুলেছেন, এই সব লেজেন্ডারি মহাপুরুষ দের পাশে মমতা ব্যানার্জীর ছবি কেন? অনেকেই নিজের মত প্রকাশ করেছেন। কেউ বলেছে, ' মমতা ব্যানার্জী নিসন্দেহে বর্তমান সময়ের একজন বড় নাম। কিন্তু তার মানে এদের পাশে জায়গা দেওয়া বাড়াবাড়ি। '
এখন প্রশ্ন হল, কারা লাগিয়েছে এই ছবি? বিধান নগর পুরসভার চেয়ারম্যান বলেছেন, ছবি যেখানে লাগানো হয়েছে সেটা তার পুরসভা এলাকার মধ্যে পড়ে না। এপ্রসঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, 'এমন ছবির কথা আমি জানি না। আর কে দিয়েছে, সেটিও জানা নেই। "
আজকের অনান্য নিউজ :
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী
আরও পড়ুন : ৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের
আরও পড়ুন : "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা
টু'ডে বেঙ্গলি নিউজ : কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের ব্যস্ত রাস্তায় হোডিং মুখ্যমন্ত্রীর ছবি ঘিরে সোশাল মিডিয়াতে বিতর্ক তুঙ্গে। কেন এই বিতর্ক? কারন সেখানে বাংলা বিখ্যাত লেজেন্ডারি দের পাশে মমতা ব্যানার্জীর ছবি রাখা হয়েছে। সেই হোডিং এ আছেন, সমাজ সংষ্কারক রাজা রাম মোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায় প্রমুখ রা।
অনেকেই প্রশ্ন তুলেছেন, এই সব লেজেন্ডারি মহাপুরুষ দের পাশে মমতা ব্যানার্জীর ছবি কেন? অনেকেই নিজের মত প্রকাশ করেছেন। কেউ বলেছে, ' মমতা ব্যানার্জী নিসন্দেহে বর্তমান সময়ের একজন বড় নাম। কিন্তু তার মানে এদের পাশে জায়গা দেওয়া বাড়াবাড়ি। '
এখন প্রশ্ন হল, কারা লাগিয়েছে এই ছবি? বিধান নগর পুরসভার চেয়ারম্যান বলেছেন, ছবি যেখানে লাগানো হয়েছে সেটা তার পুরসভা এলাকার মধ্যে পড়ে না। এপ্রসঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, 'এমন ছবির কথা আমি জানি না। আর কে দিয়েছে, সেটিও জানা নেই। "
আজকের অনান্য নিউজ :
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী
আরও পড়ুন : ৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের
আরও পড়ুন : "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা