ফের রাজস্থানের বিকানেরে ভেঙে পড়ল মিগ - ২১ বাইসন বিমান
Admin - March 08, 2019 -
ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
ফের রাজস্থানের বিকানেরে ভেঙে পড়ল মিগ - ২১ বাইসন বিমান
টু'ডে বেঙ্গলি নিউজ : রাজস্থানের বিকানেরে ভেঙে পড়ল মিগ - ২১ বাইসন বিমান। ভেঙে পড়ার আগে, বিমানের পাইলট ইজেক্ট করে গিয়েছিলেন এবং তিনি নিরাপদে নীচে নেমে আসেন।
বায়ুসেনার এক সূত্র থেকে খবর, নির্দিষ্ট নাল থেকে মিগ - ২১ বিমান টি আকাশে উড়েছিল। এবং তারপরই বিমানে যান্ত্রিক গোলোযোগ শুরু হয়। আর তার ফলেই এই দুর্ঘটনা।
আরেক টি সূত্র থেকে বলা হয়েছে, মাঝ আকাশে বিমান টির সাথে পাখির ধাক্কা লাগে। ফলে এই দুর্ঘটনা হয়। ঘটনার কারন খতিয়ে দেখছে বায়ুসেনার তদন্ত কমিটি।
আজকের অনান্য নিউজ :
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী
আরও পড়ুন : ৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের
আরও পড়ুন : "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা
টু'ডে বেঙ্গলি নিউজ : রাজস্থানের বিকানেরে ভেঙে পড়ল মিগ - ২১ বাইসন বিমান। ভেঙে পড়ার আগে, বিমানের পাইলট ইজেক্ট করে গিয়েছিলেন এবং তিনি নিরাপদে নীচে নেমে আসেন।
বায়ুসেনার এক সূত্র থেকে খবর, নির্দিষ্ট নাল থেকে মিগ - ২১ বিমান টি আকাশে উড়েছিল। এবং তারপরই বিমানে যান্ত্রিক গোলোযোগ শুরু হয়। আর তার ফলেই এই দুর্ঘটনা।
আরেক টি সূত্র থেকে বলা হয়েছে, মাঝ আকাশে বিমান টির সাথে পাখির ধাক্কা লাগে। ফলে এই দুর্ঘটনা হয়। ঘটনার কারন খতিয়ে দেখছে বায়ুসেনার তদন্ত কমিটি।
আজকের অনান্য নিউজ :
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী
আরও পড়ুন : ৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের
আরও পড়ুন : "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা