Skip to main content

Posts

Showing posts from May, 2019

Madhymik Result 2019 : এক ক্লিকেই রেজাল্ট জানুন, সমস্ত ওয়েবসাইট লিস্ট

  Madhymik Result 2019 : এক ক্লিকেই রেজাল্ট জানুন, সমস্ত ওয়েবসাইট লিস্ট Today Bengali News: Madhyamik Result 2019 - আজ মাধ্যমিক পরীক্ষা ২০১৯ রেজাল্ট প্রকাশ হবে। সকাল ১০ টার পর থেকেই সবাই রেজাল্ট দেখতে পাবেন অনলাইনে ও মোবাইল এসএমএস করে। যেসব ওয়েবসাইটে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে, তার লিস্ট দেওয়া হল - www.wbbse.org Click here. www.wbresults.nic.in Click Here. www.examresults.net Click Here www.exametc.com  Click Here www.indiaresult.com Click Here. www.result.siksha  Click Here. এছাড়া,  মোবাইলে SMS এর মাধ্যমেও Madhyamik Result 2019 দেখতে পাবেন। SMS এর মাধ্যমে দেখতে গেলে আপনাকে যেটি করতে হবে - WB < রোল নাম্বার> লিখে ৫৪২৪২/ ৫৬২৬৩/৫৪৪৪৪ এই নম্বরের যেকোনো একটি তে পাঠাতে হবে। বি:দ্র : নীচের শেয়ার বাটনে ক্লিক করে, সবার সাথে শেয়ার করুন। 

উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ, তৃতীয় ফেজে ১০ হাজারের বেশী প্রার্থীর ভেরিফিকেশন

উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ, তৃতীয় ফেজে ১০ হাজারের বেশী প্রার্থীর ভেরিফিকেশন  Today Bengali News :  ভোটের রোজাল্ট বেরোনোর আগেই, শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করল রাজ্য সরকার। আপার প্রাইমারী [ Upper Primary News]  নিয়োগের তৃতীয় দফার ভেরিফিকেশন করবে বলে জানল স্কুল সার্ভিস কমিশন ( SSC)। SSC এর পক্ষ থেকে জানানো হয়েছে, আপার প্রাইমারী নিয়োগের তৃতীয় দফার ভেরিফিকেশন এর নোটিস বের হবে আজ  অথবা কাল। SSC সূত্রে জানানো হয়েছে, ১০ হাজারের বেশী প্রার্থীকে ভেরিফিকেশনে ডাকা হবে। বি:দ্র : পোস্ট টি এখুনি নীচের শেয়ার বাটনে গিয়ে বন্ধুদের শেয়ার করুন। 

'এক্সিট পোল আসলে গুজব, আমি এক্সিট পোল মানিনা' - মমতা বন্দ্যোপাধ্যায়

'এক্সিট পোল আসলে গুজব, আমি এক্সিট পোল মানিনা' - মমতা বন্দ্যোপাধ্যায় Today Bengali News : লোকসভা ভোট ২০১৯ এর মহাউৎসব শেষ হল আজ। আর শেষ হতেই বিভিন্ন দেশের বড় বড় নিউজ মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে,  বিজেপি আবার একক ক্ষমতায় সরকার গঠন করছে। এবং রাজ্যে ৪২ টি আসনে অবাক করা তথ্য বেরিয়ে এসেছে। এক্সিট পোলের হিসেব বলছে বলছে, তৃনমূল পাচ্ছে ২৮ টি। বিজেটি ১২ টি,  কংগ্রেস ২ টি। বিভিন্ন নিউজ মিডায়ার তথ্য দেখলে গড়পড়তা এটাই দাঁড়ায়। এক্সিট পোলের তথ্যের হিসেবে মমতা বন্ধ্যোপাধ্যায় বলেছেন, ' এক্সিট পোল আসলে গুজব। আমি এক্সিট পোল মানিনা। এটা হাজার হাজার EVM কারচুপির ষড়যন্ত্র'। এছাড়া, সমস্ত বিরোধী দল গুলোকে এক জোট হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। 

এবার WhatsApp প্রোফাইল ফোটো কেউ সেভ করে নিতে পারবে না - নতুন ফিচার

এবার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফোটো কেউ সেভ করে নিতে পারবে না - নতুন ফিচার Today Bengali News : এতদিন আপনার ফোনের যেকোনো হোয়াটসঅ্যাপ [ WhatsApp] ইউজারের প্রোফাইল ছবি সেভ করে রাখা যেত, কিন্তু এবার থেকে সেটি পরিবর্তন হতে চলেছে। কারন, এবার থেকে কেউ হোয়াটসঅ্যাপের [ WhatsApp New Feature]  প্রোফাইল ছবি সেভ করতে পারবে না। এ'পর্যন্ত কোনো হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি শেয়ার করার সাথে সাথে 'সেভ টু গ্যালারি' অপশন থাকত, যার মাধ্যমে কোনো প্রোফাইল ছবি কে ফোনে সেভ করে রাখা যেত। কিন্তু হোয়াটসঅ্যাপ এবার সেই 'সেভ টু গ্যালারি ' অপসন কে সরিয়ে দিচ্ছে এবং শুধু মাত্র শেয়ার অপশন টাই থাকবে। এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপ বেটা ভার্সানে এবং Whatsapp Bussiness for I Phone Version 2.19.60.5 তে চালু হয়েছে। এবং খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের মাধ্যমে সমস্ত হোয়াটসঅ্যাপে এই ফিচার যুক্ত করে দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগেই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশর্ট বন্ধ করেছে। আরও পড়ুন   :   ২০১৯ সালেই এই সব ফোন গুলি থেকে বন্ধ হয়ে যাবে হোয়াটঅ্যাপ

ছাত্র-ছাত্রী ভর্তি হচ্ছে না, বন্ধ হল ৭৬৫ টি ইঞ্জিনিয়ারিং- ম্যানেজমেন্ট কলেজ

ছাত্র-ছাত্রী ভর্তি হচ্ছে না, বন্ধ হল ৭৬৫ টি ইঞ্জিনিয়ারিং- ম্যানেজমেন্ট কলেজ Today Bengali News : ছাত্র -ছাত্রী রা ভর্তি হচ্ছে না, আসন পূরন হয় না, তাই কলেজ চালানোর খরচ ও জুটছে না। এরকম অবস্থায় প্রায় সারা দেশে ৭৬৫ টি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট [ Engineering and Management]  কলেজ বন্ধ করে দিল AICTE.  গত কয়েকবছর যাবৎ সারা দেশে ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজ গুলির অবস্থা খুবই খারাপ। কলেজ ক্যাম্পাসিং এ কাজের দিশা নেই। তাই ছাত্র-ছাত্রী রাও আর ভর্তি হচ্ছে না। ফল স্বরুপ AICTE সারা দেশ থেকে ৭৬৫ টি ইঞ্জিনিয়ারিং [ Engineering College] ও ম্যানেজমেন্ট কলেজ বন্ধ করে দিল। এক ধাক্কায় আসন সংখ্যা কমে গেল ৪.২৪ লক্ষ। AICTE এর পক্ষ থেকে বলা হয়েছে, ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ও আর্কিটেকচারের মত কোর্স গুলিতে এখন থেকে ৩২ লক্ষ, ৯ হাজার সিটে ছাত্র-ছাত্রী রা ভর্তি হতে পারবে। প্রসঙ্গত এর আগে, ২৩৭ টি করেজ বন্ধ করেছিল নিয়ম লঙ্ঘনের জন্য, যারা পঠন পাঠন বন্ধ করে দিয়েছে। AICTE তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এর ফলে সারা দেশ জুড়ে বিভিন্ন কোর্সে ৪.২৪ লক্ষ আসন কমে গেল।  পোস্ট টি নীচে

পিএসসি এর মাধ্যমে রাজ্যের প্রানী সম্পদ উন্নয়ন মন্ত্রকে ২০০ পদে নিয়োগ- অনলাইনে আবেদন

পিএসসি এর মাধ্যমে রাজ্যের প্রানী সম্পদ উন্নয়ন মন্ত্রকে ২০০ পদে  নিয়োগ- অনলাইনে আবেদন Today Bengali News : রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের [ PSC Job News 2019] মাধ্যমে রাজ্যে প্রানী সম্পদ উন্নয়ন মন্ত্রক ও প্রানী স্বাস্থ্য সম্পদ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল।  বিজ্ঞপ্তি নং - 11/2019।  চাকরীর ডিটেইলস নিন্মলিখিত - মোট শূন্যপদ - ২০০ যোগ্যতা - স্বীকৃত মাধ্যমিক পাশ এবং প্রানী সম্পদ বিকাশ প্রশিক্ষন কেন্দ্র থেকে ১ বছরের কোর্সের স্বীকৃত সার্টিফিকেট। সাথে শারিরীক ভাবে ফিট থাকতে হবে এবং সাইকেল চালানো জানতে হবে। বয়সসীমা - ০১/০১/২০১৯ তারিখ হিসেবে ৪০ বছরের মধ্যে হতে হবে। বেতন - ৫,৪০০/- থেকে ২৫,২০০/- টাকা। গ্রেড পে - ২,৬০০/- আবেদন ফী - ১১০/- টাকা। এসসি/এসটি ও প্রতি বন্ধীদের ফী লাগবে না। আবেদন ফী জমা দিতে পারবেন অনলাইনে Debit/Credit কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। ( লেনদেন চার্জ ও GST চার্জ আলাদা করে কাটবে)। এছাড়া অফলাইনে ব্যাঙ্কের মাধ্যমে দিতে পারেন। ( সার্ভিস চার্জ ২০ টাকা) নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লেটেস্ট জব এলার্ট সহ দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক

ধোনির আউট নিয়ে তুমুল বিতর্ক, দেখুন সেই আউটের ভিডিও

ধোনির আউট নিয়ে তুমুল বিতর্ক,  দেখুন সেই আউটের ভিডিও Today Bengali News : গতকাল IPL এর ফাইনালে শেষ বলে এক রানে চেন্নাই কে হারিয়ে ট্রফি জিতে নেয়, মুম্বাই ইন্ডিয়ানস। টাইটান উত্তেজনায় IPL Final 2019 ভরপুর থাকলেও, বিতর্ক পিছু ছাড়েনি। বিতর্ক শুরু হয়,  ধোনির রান আউট নিয়ে। এবং অনেকেই এটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধরেছেন। তৃতীয় আম্পেয়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার পর 'আউট' সিদ্ধান্ত নেন। কিন্তু এই নিয়ে অনেক মতবিরোধ আছে। ভাস্যকারদের একজন বলছেন, 'বেনিফিট অব ডাউটস' পেতে পারত ধোনি। অন্যভাষ্যকার  সঞ্জয় মঞ্জেসকর বলেন, এটি আউট। কিন্তু ধোনি আউট হওয়ার পর থেকেই খেলা ঘুরতে শুরু করে। দেখুন সেই বিতর্কিত আউটের ভিডিও ও পোস্টটি শেয়ার করুন - MS Dhoni run-out! Out or Not out? https://t.co/dkrfpPHQ2V via @ipl — Shubham Pandey (@21shubhamPandey) May 13, 2019

পিএসসি মাধ্যমে রাজ্যের শিল্প উন্নয়ন বিভাগে চাকরী - অনলাইনে আবেদন করুন

পিএসসি মাধ্যমে রাজ্যের  শিল্প উন্নয়ন বিভাগে চাকরী - অনলাইনে আবেদন করুন [ PSC Job News 2019 ] Today Bengali News : পাবলিক সার্ভিস কমিশনের [PSC JOB 2019] মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং টেক্সাইল বিভাগের অধীনে ইন্ডাস্ট্রিয়াল ডেভোলপমেন্ট অফিসার বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিজ্ঞপ্তি নং - 19/2019 মোট শূন্যপদ - ১১৮ টি। যোগ্যতা - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ অথবা , ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি তে  এ ডিপ্লোমা। বয়সসীমা - ০১/০১/২০১৯ তারিখ হিসেবে ৩৯ বছরের মধ্যে। এসসি / এসটি ও অনান্য রা নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন। বেতন - ৭,১০০/- থেকে ৩৭,৬০০/- টাকা। গ্রেড পে - ৩,৯০০ টাকা। আবেদন ফী - ১৬০/- টাকা। এসসি/এসটি, প্রতিবন্ধীদের কোনো ফী লাগবে না। আবেদন ফী জমা দিতে পারবেন অনলাইনে, Credit / Debit Card, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। ( লেনদেন  চার্জ ও GST চার্জ দিতে হবে)।  এছাড়া অফলাইনে ফী জমা করতে পারবেন। লেটেস্ট জব এলার্ট সহ দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন  ক্লিক করুন। গুরুত্বপূর্ন কিছু তারিখ : অনলাইন আবেদন শুরু - ১৪ মে, ২০১৯ অনলাইন আবেদন শেষ - ৩ জুন, ২০১

২০১৯ লোকসভা ভোটে সবথেকে শিক্ষিত রাজনৈতিক দল কোনটি, জেনে নিন

২০১৯ লোকসভা ভোটে সবথেকে শিক্ষিত রাজনৈতিক দল কোনটি, জেনে নিন Today Bengali News : রাজনীতি এমন একটা জায়গা, যেখানে শিক্ষাগত যোগ্যতা বেশী বেশী গুরুত্বপূর্ন বলে মনে হয় না। কিন্তু সম্প্রতি যখন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে,তখন আরও কিছু নেতার নাম শিরোনামে আসে। বিভিন্ন রাজনৈতিক ডিবেট করতে গেলে কমপক্ষে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। সম্প্রতি India Today News মিডিয়ার সার্ভে অনুযায়ী ২০১৯ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা পর্যন্ত, যত জন প্রার্থী দাঁড়িয়েছেন, তাদের মধ্যে ৪৮ শতাংশ গ্রাজুয়েট। সবথেকে শিক্ষিত রাজনৈতিক দল ২০১৯ লোকসভা ভোটে : India Today এর সার্ভে ডেটা অনুযায়ী সবথেকে বেশী শিক্ষিত রাজনৈতিক দল গুলি আঞ্চলিক পার্টি থেকে এবং আশ্চর্যজনক ভাবে সেরা ৫ টি শিক্ষিত রাজনৈতিক দল দক্ষিন ভারতের। সবথেকে বেশি শিক্ষিত দল টি হল অন্ধপ্রদেশের YRS Congress Party,  ৮৮ শতাংশ গ্রাজুয়েট প্রার্থী এই দলের, ২০১৯ লোকসভা নির্বাচনে। এরপর ৮৭.৫ শতাংশ গ্রাজুয়েট প্রার্থী নিয়ে দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু দ্রাবিড় মুন্নেত্রা কাজহাগাম পার্টি। এরপরের স্থান আন্না দ্রাবিড় মুন্নেত্রা

ভোট মিটতেই বাঁকুড়ার জেলা শাসক কে অপসারিত করল, কমিশন

ভোট মিটতেই  বাঁকুড়ার জেলা শাসক কে অপসারিত করল, কমিশন Today Bengali News : গতকাল ভোট শেষ হতেই, বাঁকুড়া জেলার,  জেলা শাসক উমা শঙ্কর কে অপসারিত করল নির্বাচন কমিশন[ Election Commission] । তার জায়গায় নতুন দায়িত্ব পাবেন মুক্তা আর্য। আজ সকাল ১০ টার মধ্যে নতুন জেলা শাসক তার দায়িত্ব বুঝে নেবেন। গতকাল ভোটে বাকুড়া জেলায় কয়েকটি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে। এবং বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উপর হামলার অভিযোগ ওঠে। এরপরই উমা শঙ্কর কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, কিছুদিন আগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী [ Narendra Modi]  এখানে সভা করতে আসেন, এবং সেই সভার অনুমতি ও তার হেলিকপ্টার ওঠা নামা নিয়ে জটিলতা সৃষ্টি করেন উমা শঙ্কর। ফলত, তার উপর ক্ষুব্ধ ছিল, কমিশন থেকে, কেন্দ্র সরকার। 

RRB NTPC ২০১৯ পরীক্ষা কবে ? লেটেস্ট আপডেট

RRB NTPC ২০১৯ পরীক্ষা কবে ? লেটেস্ট আপডেট  Today Bengali News : আপনি কি RRB NTPC পরীক্ষার্থী? তাহলে অবশ্যই এই পোস্ট টি আপনার জন্যে গুরুত্বপূর্ন।  RRB খুব শীঘ্রই NTPC পরীক্ষার তারিখ সংক্রান্ত নোটিস প্রকাশ করতে চলেছে। সম্প্রতি RRB JE ( জুনিয়র ইঞ্জিনিয়র) পরীক্ষার তারিখ প্রকাশ করেছে রেলওয়ে বোর্ড। এবং এই পরীক্ষার অ্যাডমিট পাওয়া যাবে পরীক্ষার তারিখের চার দিন আগে থেকে। রেলওয়ে পক্ষ থেকে বড় বড় নিউজ মিডিয়া গুলোতে বলা হয়েছে, RRB JE পরীক্ষা শেষ হলেই, RRB NTPC Exam Date সংক্রান্ত নোটিস প্রকাশ করা হবে। তাই খুব সম্ভবত, মে মাসের শেষ সপ্তাহে এই নোটিস আসতে পারে। এবং জুন- জুলাই মাসে পরীক্ষা শুরু হওয়ার সম্ভবনা আছে। প্রসঙ্গত, ৩৫১৭৭ পদের জন্যে RRB NTPC আবেদন শুরু হয়েছিল ১ লা মার্চ ২০১৯ থেকে এবং আবেদন চলেছিল ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত। 

২০১৯ সালেই এই সব ফোন গুলি থেকে বন্ধ হয়ে যাবে হোয়াটঅ্যাপ

২০১৯ সালেই এই সব ফোন গুলি থেকে বন্ধ হয়ে যাবে হোয়াটঅ্যাপ Today Bengali News :   সম্প্রতি WhatsApp তাদের অফিসিয়াল ব্লগে একটি তালিকা প্রকাশ করেছে যে, কোন কোন ডিভাইস থেকে WhatsApp এর সুবিধা তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ ওই ডিভাইস গুলো তে আর হোয়াটঅ্যাপ কাজ করবে না। সম্প্রতি প্রকাশিত ব্লগে এই মার্কিন কোম্পানী টি জানিয়েছে, ২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর থেক সমস্ত Windows ফোন থেকে হোয়াটঅ্যাপের সুবিধা তুলে নেওয়া হবে। অর্থাৎ ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে আর কোনো Windows ফোনে Whatsapp ব্যবহার করা যাবে না। Window ফোনের জন্যে শেষ WhatsApp আপডেপ পাওয়া যাবে এবছর জুন মাসে। এছাড়া ব্লগ পোস্টে আরও জানানো হয়েছে, ২০২০ সালের ১ ফ্রেব্রুয়ারী থেকে Android v2.3.7 বা তারও পুরানো ভার্সান অ্যান্ড্রয়েড ফোনে এবং IOS 7 বা তার পুরানো ফোনে আর WhatsApp কাজ করবে না। বি:দ্র: পোস্ট টি শেয়ার করুন। 

Madhyamik Result- ভোটের ফলের আগেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ, কবে?

 Madhyamik Result- ভোটের ফলের আগেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ,  কবে? Today Bengali News : মাধ্যমিক পরীক্ষার ফল ( Madhyamik Results 2019) প্রকাশ হবে ভোটের ফলের আগেই, জানাল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২১ মে প্রকাশ হবে মাধ্যমিক ২০১৯ সালের ফলাফল ( WB Madhyamik Result)। সকাল ন'টায় আনুষ্টনিক ভাবে এই ফল ঘোষনা হবে।  এবং ঐ দিনই ছাত্র-ছাত্রী রা মার্কশিট পেয়ে যাবে। সকাল দশ টা থেকে ফল জানা যাবে, www.wbbse.org এবং www.wbresults.nic.in সাইটে। প্রসঙ্গত এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফ্রেব্রুয়ারী এবং চলেছিল ২২ ফ্রেব্রুয়ারী পর্যন্ত। বি:দ্র: পোস্ট টি শেয়ার করুন অবশ্যই।

ISC পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে সেরা কলকাতার দেবাঙ্গ

ISC পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে সেরা কলকাতার দেবাঙ্গ Today Bengali News : আজ প্রকাশ হল CISCE এর কাউন্সিল আয়োজিত দশম শ্রেনী ( ICSE) এবং দ্বাদশ শ্রেনী ( ISC Result 2019 ) এর ফলাফল। পরীক্ষার ফলাফল দেখা যাচ্ছে CISCE এর অফিসিয়াল ওয়েবসাইটে - www.cisce.org।  দ্বাদশ শ্রেনীতে  ১০০ শতাংশ নম্বর পেয়েছে দু'জন। কলকাতার দেবাঙ্গ আগরওয়াল এবং ব্যাঙ্গালুরুর বিভা স্বামীনাথন। তারা দু'জনই যুগ্ম ভাবে দেশের সেরা। এটি একটি রেকর্ড কারন, স্কুল বোর্ডের ইতিহাসে ISC তে এর আগে কেউ ১০০ শতাংশ নম্বর পায়নি। 

CBSE বোর্ডের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল, জেনে নিন

CBSE বোর্ডের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল, জেনে নিন Today Bengali News : আজ CBSE বোর্ডের দশম শ্রেনীর ফল প্রকাশ হল। [ CBSE Result 2019 ]  ঠিক বিকেল ৩ টের সময় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেনীর ( CBSE Class 10 Result)  ফলাফল ঘোষনা হয়। আর ফল ঘোষনা হতেই নতুন রেকর্ডের ছড়াছড়ি। যে ফল প্রকাশ হয়েছে, তার প্রথম তিনের মধ্যে আছে ৯৭ জন পড়ুয়া। আর দ্বিতীয় রেকর্ড টি অবাক করার মত। CBSE বোর্ডের ইতিহাসে এই প্রথম। ১৩ জন পড়ুয়া ৫০০ এর ভেতর পেল ৪৯৯ নম্বর। যা আজ পর্যন্ত CBSE বোর্ডে ঘটেনি। প্রসঙ্গত এবার CBSE দশম শ্রেনী তে মোট ৯১.১ শতাংশ পড়ুয়া পাশ করেছে।

আপকামিং বিভিন্ন সরকারী পরীক্ষার তারিখ গুলি জেনে নিন

আপকামিং বিভিন্ন সরকারী পরীক্ষার তারিখ গুলি জেনে নিন Today Bengali News :  আগামী কয়েক মাসের মধ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার আসতে চলেছে। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে সেই সমস্ত পরীক্ষার তারিখ( Upcoming Exam Date)  গুলো পোস্ট করা হল। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ( CTET) - ৭ জুলাই, ২০১৯ NET পরীক্ষা - ২০,২১,২৪ তারিখ থেকে ২৯ জুন, ২০১৯ সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশন - মে,  মাসে এই পরীক্ষা হবে। রেলওয়ে NTPC ও প্যারা মেডিকেল ক্যাটিগরি -  সাম্ভব্য পরীক্ষার সময় জুন মাস, ২০১৯ LIC অ্যাসিস্টান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মেইন পরীক্ষা - ২৮ জুন, ২০১৯ SSC CHSL পরীক্ষা - টায়ার ১ পরীক্ষা হবে ১ জুলাই থেকে ২৬ জুলাই, ২০১৯।  এবং টায়ার ২ পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর, ২০১৯। UPSC ইন্ডিয়ান ইকোনোমিক সার্ভিস অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষা - ২৮ জুন,  ২০১৯ UPSC কম্বাইন্ড জিও - সায়েন্টিস্ট অ্যান্ড জিওলজিস্ট  পরীক্ষা - ২৮ জুন, ২০১৯ SBI PO পরীক্ষা - প্রিলি পরীক্ষা হবে ৮, ৯, ১৫,১৬ জুন, ২০১৯।  মেন পরীক্ষা হবে জুলাই মাসে, ২০১৯। SBI জুনিয়র অ্যাসোসিয়েট পদের  পর

CTET ২০১৯ অ্যাপলিকেশন ইমেজ সংশোধন, অ্যাডমিট কবে থেকে দেবে?

CTET ২০১৯ অ্যাপলিকেশন ইমেজ সংশোধন, অ্যাডমিট কবে থেকে দেবে? Today Bengali News : যে সমস্ত প্রার্থীরা CTET পরীক্ষার আবেদন করেছিলেন তাদের জন্যে ইমেজ কারেকসান অর্থাৎ ছবির সংশোধন করা সুবিধা দিল সেন্ট্রাল প্রাইমারী বোর্ড। যদি সেসময় ছবি দিতে ভুল হয়, বা নতুন সাম্প্রতিক ছবি দিতে চান, তাহলে প্রার্থীরা তাদের ইমেজ সংশোধন করতে পারবেন। লিঙ্ক নীচে দেওয়া হল।  CTET পরীক্ষা অনুষ্টিত হবে ৭ জুলাই ২০১৯. লেটেস্ট জব এলার্ট সহ দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন  ক্লিক করুন। ইমেজ ও সিগনেচার গাইডলাইন : JPG/JPEG ফ্যরমাটের স্ক্যান ফোটোগ্রাফ দিতে হবে। সাইজ হতে হবে ১০ কেবি থেকে ১০০ কেবি। 3.5cm ( width) x 4.5 cm height সিগনেচার স্ক্যান সাইজ ৩ কেবি থেকে ৩০ কেবি। সিগনেচার ইমেজ ডাইমেনসান 3.5cm ( length) x 1.5 cm ( heaight) নীচে দেওয়া লিঙ্কে গিয়ে প্রার্থীরা লগ ইন করে ইমেজ কারেকসান করতে পারবেন। CTET 2019 Admit Card খুব তাড়াতাড়ি প্রকাশ করবে CBSE বোর্ড। বোর্ড সূত্র অনুযায়ী CTET অ্যাডমিট কার্ড প্রকাশ হতে পারে ১৫ জুন ২০১৯ তারিখে। CTET অ্যাপলিকেশন ইমেজ কারেকসন লিঙ্ক :  Click Here আরও পড়ুন   :

লাইভ ভিডিও- ভুবনেশ্বর AIMS হোস্টেলের ছাদ উড়ল, 'ফণী' তান্ডবে লন্ডভন্ড ওড়িশা,

  লাইভ ভিডিও- ভুবনেশ্বর AIMS হোস্টেলের ছাদ উড়ল, 'ফণী' তান্ডবে লন্ডভন্ড ওড়িশা,  Today Bengali News : আজ সকালেই পুরী তে 'ফনী' [ Fani Cyclone] আছড়ে পড়তেই লন্ডভন্ড করে দিল পুরী সহ ওড়িশার আরও সমস্ত এলাকা। ইতিমধ্যেই ঝড়ের তান্ডবে ৩ জনের মৃত্যু হয়েছে ওড়িশায়। এমনকি ভূবনেশ্বরের AIMS হোস্টেলের ছাদ উড়িয়ে নিয়ে যায়। হোস্টেল কতৃপক্ষ থেকে বলা হয়েছে, সমস্ত রোগীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা বাতিল করা হয়েছে। সারা ওড়িশা ঝুড়ে ঝড়ের তান্ডব, কোথাও গাছ উপড়ে ফেলেছে, কোথাও ইলেক্ট্রিক পোস্ট। সরকার থেকে সমস্ত রকমের নিরাপত্তার সব্বোর্চ পর্যায়ের ব্যবস্থা করা হয়েছে। এই ঝড়ের তান্ডবে, তিন রাজ্যে তথা, অন্ধপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের [ West Bengal] পাশে থাকার আশ্বাস, সবরকমের সাহয্য করার কথা বলেছেন নরেন্দ্র মোদী সরকার। এনডিআরএফ, বায়ুসেনা, নৌ বাহিনী সবাই কে তৈরী থাকতে বলা হয়েছে, কোনো ভয়ঙ্কর রকমের বিপর্যয় ঘটলে, সঙ্গে সঙ্গে তারা যেন চলে আসে। আবহাওয়া দপ্তরের খবর মধ্য রাতের রাজ্যে আসছে 'ফনী', তাই অনুগ্রহ করে সবার কাছে অনুরোধ, সাবধানে থাকবেন, সেফ জায়গায় থাক

'শুধু কি শিক্ষক দের গরম লাগছে? ' পার্থ চট্টোপাধ্যায়

'শুধু কি শিক্ষক দের গরম লাগছে? ' পার্থ চট্টোপাধ্যায় Today Bengali News : 'ফনী' র ধেয়ে আসা ও অসহ্য গরমের জন্যে রাজ্যের সমস্ত সরকারী স্কুলে [Government School]  গরমের ছুটি কে এগিয়ে আনা হয়েছে। কাল থেকে ছুটি শুরু হচ্ছে। এমন কি, সমস্ত বেসরকারী স্কুল কে ২ দিন ছুটি রাখার জন্যে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী।কিন্তু বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, শুধুমাত্র ছাত্র-ছাত্রী দের ক্লাস বন্ধ থাকবে। শিক্ষক [Teacher] দের কি হবে?  সে ব্যাপারে কিছু বলা হয় নি। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে সাংবাদিক রা প্রশ্ন করলে, তিনি বলেন, ' শিক্ষক দের কি শুধু গরম লাগে? অন্য সরকারী কর্মচারী দের গরম লাগে না? গরমের ছুটির যে নিয়ম আছে, সেই ছুটি মেনে ছুটি দেওয়া হবে। ' 

প্রথমে পুরীতে আছড়ে পড়বে ঘূর্নিঝড় 'ফনী', পুরী থেকে ৪৫০ কিমি দূরে এখন

প্রথমে পুরীতে আছড়ে পড়বে ঘূর্নিঝড় 'ফনী', পুরী থেকে ৪৫০ কিমি দূরে এখন  Today Bengali News : ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্নিঝড়' ফনী [ Foni] । একটু আগে পাওয়া ওড়িশার আবহাওয়া দপ্তরের খবর অনুৃযায়ী পুরী থেকে ৪৫০ কিমি দূরে আছে। এবং জানানো হয়েছে, চন্দ্রভাগা তে এই ঝড় প্রথম আছড়ে পড়বে। তাই ওড়িশা [ Odisa] উপকূল ঝুড়ে কড়া নিরাপত্তা এলার্ট জারি করা হয়েছে। পূরী [ Puri Train] থেকে সমস্ত ভ্রমন কারী দের সরিয়ে দেওয়া হয়েছে। পুরীর সমস্ত ট্রেন সহ,  দক্ষিন ভারতের মোট ৪৩ টি ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিন পূর্ব রেলওয়ে। উপকূলের সমস্ত স্কুলের ছুটি দিয়েছে ওড়িশা সরকার। পশ্চিমবঙ্গে ও চলছে,' ফনী' কে আটকাতে তৎপর। দীঘার পাঁচটি ব্লকে হাই এলার্ট জারি করা হয়েছে। নবান্নে সমস্ত প্রশাসনিক কর্তারা বৈঠকে বসেছে,  নিরাপত্তা ব্যবস্থা কে আরও জোরালো করার জন্য। 

মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা নিরাপত্তা পরিষধের

মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা নিরাপত্তা পরিষধের Today Bengali News : অবশেষে কুটনৈতিক সাফল্য পেল ভারত। আজ রাস্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ, মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা করল। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন চাপের কাছে কিছুটা হলেও দমে গেল চীন। প্রসঙ্গত জয়েস -ই - মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আহাজার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা করার বার বার আর্জি জানিয়েছে ভারত নিরাপত্তা পরিষদে। পুলওয়ামায় ঘটা জঙ্গি আক্রমের পর সেই সুর আরও চড়িয়েছে ভারত। ভারতের সাথে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন থাকলেও চীন বরাবর বাধা দিয়েছে। কিন্তু আজ সেই বাধা তুলে নিল চীন। ভারতীয় সময় ৬.১৫ ভারতের রাস্ট্রদূত সেই খবর অফিসিয়ালি প্রকাশ করেছে। বি:দ্র : পোস্টটি নীচে  শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন এখুনি। 

রাজ্যের পঞ্চম দফার ভোটে, কোনো বুথে থাকবে না রাজ্যের পুলিশ

রাজ্যের পঞ্চম দফার ভোটে, কোনো বুথে থাকবে না রাজ্যের পুলিশ Today Bengali News : আগামী ৬ মে সারা দেশ জুড়ে পঞ্চম দফার লোকসভা ভোট[ Lokshaba Election]। আর রাজ্যের পঞ্চম দফার ভোটে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। মোট ৫৭৮ কোম্পানীর বাহিনী মোতায়ন করা হবে। কোনো বুথেই নিরাপত্তার দায়িত্বে রাজ্যের পুলিশ কে রাখা হবে না। এদিন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, আরিজ আফতাবের সাথে বৈঠক করে কমিশনের [ Election Commission] বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান। এমন কি ভোটার দের মনোবল বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

OMG! ব্রাজিলের ব্যাস্ত রাস্তা পার হচ্ছে ভয়ঙ্কর বড় অ্যানাকন্ডা ( ভাইরাল ভিডিও)

OMG! ব্রাজিলের ব্যাস্ত রাস্তা পার হচ্ছে ভয়ঙ্কর বড় অ্যানাকন্ডা ( ভাইরাল ভিডিও)  Today Bengali News : 'অ্যানাকন্ডা' সিরিজের সিনেমা তো আপনারা সবাই দেখেছেন। সেই হাড়হিম করা প্রতি মুহর্তের অ্যাডভেঞ্চারে আপনার সারা শরীরে কাঁটা দিয়ে উঠে আর ব্রাজিলের অ্যানাকন্ডা সম্পর্কে উৎসাহ তৈরী করে। কিন্তু এটা সিনেমা নয়, সত্যি ঘটনা ঘটল দিনে দুপুরে। ব্রাজিলের ব্যস্ত ট্রাফির রাস্তায় উপর অ্যানাকন্ডা। ধীরে ধীরে রাস্তা ক্রশ করছে। স্থানীয়দের মতে, এটি গ্রিন অ্যানাকন্ডা যারা ওজন প্রায় ৩০ কেজি হবে। এবং লম্বা ৩ মিটারের বেশি। এই ভাইরাল ভিডিও প্রথমে শেয়ার করেছে, ইটালো ন্যাসিমেন্টো ফার্নান্ডেজ।  পর্তো ভেলো শহরের ব্যস্ত রাস্তার এত বড় অ্যানাকন্ডার ধীরে ধীরে রাস্তা পার হওয়ার ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল। ব্রাজিলের এক স্থানীয় পেপারে বিশেষজ্ঞ দের মত, সম্ভবত খাদ্যের সন্ধানে রাস্তায় এসে পড়েছে অ্যানাকন্ডা। পোস্ট টি শেয়ার করুন।  ভিডিও টি দেখুন :